সত্য হল এটাই যে, সন্ত্রাসের জন্মদাতা ও মদতদাতা হচ্ছে রাজনীতিকরা
আমরা কেউ বুঝি, কেউ বুঝিনা,
কিন্তু
সত্য হল এটাই যে, সন্ত্রাসের জন্মদাতা ও মদতদাতা হচ্ছে রাজনীতিকরা।
এরা যেদিন রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করা বন্ধ করবে,
এবং
আমরা এই সত্য বুঝে এই অসৎ রাজনীতিকদের ছুড়ে ফেলতে পারবো, সেদিনই সন্ত্রাসবাদমুক্ত পৃথিবী পাবে মানুষ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন