About Us

উক্তি সংকলন (Quote Collection) সম্পর্কে কিছু কথা

আলী হোসেন,
সম্পাদক, উক্তি সংকলন 

বরণীয় মানুষের স্মরণীয় কথা। মানব সভ্যতার ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই অসংখ্য বরণীয় মানুষের স্মরণীয় কার্যকলাপের ধারাবাহিক বিবরণ। এ সমস্ত মানুষদের যুগান্তকারী কার্যকলাপ মানব সভ্যতাকে উন্নত থেকে উন্নততর পর্যায়ে পৌঁছে দিয়েছে।

উক্তি সংকলনের উদ্দেশ্য :

উক্তি সংকলনের মাধ্যমে আমরা এই সব মহামানবদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার চেষ্টা করছি। চেষ্টা করছি এইসব মানুষদের মূল্যবান মতামত সাধারণ মানুষের কাছে সহজবোধ্য ভাষায় পৌঁছে দিতে। অতীত থেকে তুলে আনা এইসব বক্তব্য বর্তমান প্রজন্মকে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে দেশ ও সমাজ গঠনের কাজে, এই প্রত্যাশা নিয়েই এই সংকলনের কাজে হাত দেওয়া।

উক্তি সংকলনের বিভাগ :

উক্তি সংকলন (Quote Collection)-কে আমরা দুটি খন্ডে বিভক্ত করেছি। উক্তি সংকলন : বাংলা এবং উক্তি সংকলন : ইংরেজি
  • উক্তি সংকলন বাংলা : এই খন্ডে রেখেছি বাংলায় অনুবাদ করা ভুবন-বিখ্যাত মনীষীদের উক্তি। থাকছে বর্তমান সময়ের নামী-অনামি মানুষদের বিভিন্ন বিষয়ে তাৎপর্যপূর্ণ ও মূল্যবান মন্তব্য। বাংলা ভাষাভাষী মানুষ যাতে সহজেই এইসব মহামানবসহ বর্তমান সময়ের নামী-অনামী মানুষদের মূল্যবান কথাগুলোর নাগাল পেতে পারেন এবং তা উপলব্ধি করতে পারেন, সমাজ ও জীবনের পট-পরিবর্তনে কাজে লাগাতে পারেন, সেই উদ্দেশ্য নিয়েই উক্তি সংকলন বাংলার পরিকল্পনা।
  • উক্তি সংকলন ইংরেজি : এই খন্ডের নাম রাখা হয়েছে Quote Collection. এখানে অন্তর্ভুক্ত হচ্ছে ১) ইংরেজি ভাষায় মূল উক্তিগুলিকে। ২) এছাড়া বাংলাসহ পৃথিবীর অন্যান্য ভাষায় রচিত উক্তিগুলোর ইংরেজি অনুবাদ। লক্ষ্য, ১) বাংলা ভাষাসহ পৃথিবীর অন্যান্য ভাষায় লেখা মূল্যবান উক্তি বা মন্তব্যগুলো সমগ্র বিশ্বের মানুষের কাছে সহজলভ্য করে তোলা। ২) সেই সঙ্গে বাংলায় অনুবাদ করা উক্তিগুলোর সাথে সাথে মূল ইংরেজি ভার্সনটির সঙ্গে বিশ্বব্যাপী পাঠকের পরিচয় করিয়ে দেওয়া।

উক্তি সংকলনের বৈশিষ্ট্য :

এই উক্তি সংকলনটির কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে :
  • প্রথমত, এটি বাংলা ভাষায় লেখা প্রথম ও পূর্ণাঙ্গ অনলাইন উক্তি সংকলন। পূর্ণাঙ্গ এই অর্থে যে, এটি প্রতিদিন আপডেট হতে থাকবে নতুন ও পুরাতন উক্তি আপলোডের মাধ্যমে।
  • দ্বিতীয়ত, সংকলনটিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে, উক্তিটির উৎস এবং কোন প্রসঙ্গে এই উক্তিটি বক্তা করেছিলেন তার সুলুক সন্ধান। ফলে পাঠক বুঝতে পারবেন এই উক্তির মাধ্যমে লেখক ঠিক কি বোঝাতে চেয়েছেন।
  • তৃতীয়ত,  পাঠক একইসঙ্গে ইংরেজি এবং বাংলা ভাষায় উক্তিটি পড়তে পারবেন। ফলে উক্তিটির মূলভাব উপলব্ধি করা সহজ হয়ে যাবে।
  • চতুর্থত, এছাড়া, উক্তিটি যার, তাঁর সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হয়েছে প্রতিটি উক্তির সঙ্গে। সঙ্গে থাকছে রেফারেন্স লিঙ্ক, যেখান থেকে তথ্যটি যাচাই করে নিতে পারবেন।
তবে আর দেরি কেন, আসুন চোখ বুলিয়ে নিই 👉 উক্তি সংকলন বাংলার সূচিপত্রে এবং 👉 উক্তি সংকলন ইংরেজির সূচিপত্রে পাতায়।

মন্তব্যসমূহ

জনপ্রিয় উক্তিগুলি