ধার্মীক হওয়ার চেয়ে মানবিক হওয়া জরুরি

আমি যদি ধার্মীক হই, আমাকে স্বীকার করতেই হবে স্বার্থ (পাপস্খালন), স্বাস্থ্য, আর স্বর্গ-ই আমার অভিষ্ঠ লক্ষ্য। আমি যদি মানবতাবাদী হই, আমার অভিষ্ঠ লক্ষ্য মানুষকে ভালোবাসা। মানুষকে ভালোবাসলে মানুষের কল্যাণ হয়, যা অভিষ্টের সাথে সাথে আমাকেও সুখ দেয়। তাই ধার্মীক হওয়ার চেয়ে মানবিক হওয়া জরুরি।

মন্তব্যসমূহ

জনপ্রিয় উক্তিগুলি