শুভ নববর্ষ
নতুন বছর নতুন চোখ, নতুন চোখে স্বপ্ন ভরা
এ নতুন সে-নতুন নয়, পুরানোকেই নতুন করা
নতুন করে বলি বলেই, পুরানো-ই পায় নতুন রূপ
নতুন করে পাবো বলেই, নতুন করে জ্বালাই ধূপ
এ নতুন কি সেই নতুন, যে নতুন-কিছু ভাবতে বলে?
এ নতুন কি সেই নতুন, যে নতুন-পথে চলতে বলে?
এ নতুন কি দেখতে পাচ্ছি রেষ্টুরেন্ট আর শপিংমলে!
রূপ পাল্টালে দুষ্টু-প্রদীপ সটান যাবে অস্তাচলে?
দুষ্টু-প্রদীপ নিভে যাক, নতুন আলোয় ভরে যাক
অন্ধ মানস সেই আলোতেই, নতুন করে ধুয়ে যাক।
-------শুভ নববর্ষ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন