আইন তুমি কার

আইন তুমি সত্যি বল, কার?
বিত্তবাবুর সঙ্গে মধুর মিলন হবে যার

আইন তুমি সত্যি বল, কেন?
বিত্তবাবুর বিরুদ্ধে কেউ মুখ খোলেনা যেন।

আইন তুমি আমার হবে কখন?
তোমার সাথে বিত্ত-বাবুর মিলন হবে যখন

আইন তুমি আর কী কারও হবে?
টাকার সাথে ‘শিক্ষা-গুরুর’ সখ্য যাদের হবে।

আইন তুমি ‘অন্ধ’ হবে কখন?
অন্যায় আর বিত্তবাবুর বাসর বসবে যখন।

আইন তুমি অন্ধ হবে কখন!
না না, ন্যায়ের সাথে বিত্তবাবুর মিলন হবে যখন

আইন তুমি আমার হবে কবে?
যখন বিত্তবাবুর সাথে আমার বন্ধু-বিয়োগ হবে

আইন তুমি সত্যি হবে কবে?
আমার সৃষ্টিকর্তা সৃষ্টি করেই, যেদিন দৃষ্টিহীন হবে

Comments