শুভরাত্রি

দিনের শেষে রাত্রি নামে আকাশ কালো করে
কালোর নিচে আলোর আভাস তাতেই থাকে ভরে
ভরার ভাড়ার শূন্য হলেও ভয় পেয়ো না তাতে
কারণ, শূন্য ভাড়ার পূর্ণ করার রসদ থাকে রাতে

মন্তব্যসমূহ

জনপ্রিয় উক্তিগুলি